সিএমপির বিট পুলিশিং সভায় বক্তব্য দেন কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নগরীর দামপাড়ায় সিএমপির পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে এ সভা হয়।

সভায় সভাপতি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।

তিনি পুলিশের সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া সিএমপির সব স্তরের সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের দিকনির্দেশনা ও কর্মপন্থা তুলে ধরেন। বিট পুলিশিং কর্মকর্তাদের তাঁদের দায়িত্ব পালনে সচেতনতা ও আন্তরিকতা বৃদ্ধি করতে বলেন।

ওই সময় সেখানে সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ পিপিএম, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন পিপিএম-সেবাসহ পুলিশের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সব স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।