ফরিদপুরে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে পুলিশ সুপারের বিশেষ মতবিনিময় সভায় উপস্থিত অংশীজনেরা। ছবি: পুলিশ নিউজ

ফরিদপুরের পরিবহনমালিক ও শ্রমিকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার (এসপি)।

বিএনপিসহ বিরোধীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিবারণে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সোমবার পুলিশ লাইনসের মাল্টিপারপাস হলরুমে জেলা পুলিশের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।

ফরিদপুরের এসপি মো. শাহজাহান, পিপিএমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পিএএ।

ওই সময় মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানসহ অনেকে বক্তব্য দেন।

ওই সময় বক্তারা আগামী দিনে যেকোনো ধরনের ঘটনা প্রতিরোধে ভূমিকা নেওয়াসহ কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাঁকে আইনের আওতায় আনার ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা প্রশাসক বলেন, ‘প্রতিদিন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা কাজ করবেন। যেখানে সমস্যা মনে করবেন, আমাদের জানালে সেখানেই নিরাপত্তা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘জেলা ও উপজেলা সদরের মহাসড়ক-সড়কে পুলিশ-বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে।’

বিশেষ অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা নির্দ্বিধায় রাস্তায় বের হয়ে পড়েন। সড়কে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের পাশে থাকবে হাইওয়ে পুলিশ।’

সভাপতির বক্তব্যে ফরিদপুর জেলার পুলিশ সুপার বলেন, ‘ফরিদপুরে কেউ কোনো যানবাহনে কোনো ধরনের নাশকতা ঘটানোর চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। কেউ কোনো ধরনের নাশকতা করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘ফরিদপুরকে শতভাগ নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ওই সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ বিন কালামসহ অনেকে।