ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে হাসপাতালে আরও ৩১০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৫৯২ জন।

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা পর্যন্ত) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর এই সংখ্যা পাওয়া গেছে। খবর প্রথম আলোর।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৯৭ জন এবং দেশের অন্যান্য জেলার হাসপাতালে ১১৩ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৮৩ জন ডেঙ্গুতে মারা গেছেন। ঢাকায় মারা গেছেন ৪৫ জন, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৩৮ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ২০ হাজার ৭৯৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৭১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ঢাকার ৫১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৯১৬ জন। দেশের বিভিন্ন সরকারি জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৯৯ জন।