পোশাক কর্মীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য ঢাকার উত্তরার ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন) আয়োজনে “মানব পাচার প্রতিরোধ ও সাইবার ক্রাইম দমন” বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ মে) উত্তরার দক্ষিণ খানের শাহ কবির মাজার রোডে ৫১-৫২ ইসমাইল প্লাজার ডেজলিং ডেসেস লিমিটেডের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিমা আক্তার লাকী, পিএসসি, সহ-অধিনায়ক (পুলিশ সুপার), ১১ এপিবিএন।

প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন যে,মানব পাচার ও সাইবার ক্রাইম দমনে ১১ এপিবিএন বিশেষ গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।

সভায় আরো বক্তব্য রাখেন কাজী রুবাইয়াত রুমী, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) , ১১ এপিবিএন ,তানিয়া ইয়াসমিন শান্তা, অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম), ১১ এপিবিএন।