রাজধানীতে ১১ এপিবিএনের টহল অভিযান। ছবি: বাংলাদেশ পুলিশ।

ঢাকার উত্তরার ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা আজ ১০ মে রাজধানীর এয়ারপোর্ট, খিলক্ষেত, র‍্যাডিসন ও নিকুঞ্জ এলাকায় টহল অভিযান চালিয়েছেন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এপিবিএন জানায়, সকাল ১০টায় এই টহল অভিযান শুরু হয়।

এসআই কানিজ ফাতেমার নেতৃত্বে এয়ারপোর্ট ও খিলক্ষেত এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৮৭ ও ৯২(১) ধারায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় ২টি মামলা হয়, যাতে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে এএসআই মোর্শেদা খাতুনের নেতৃত্বে র‍্যাডিসন ও নিকুঞ্জ এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৮৭ ও ৯২(১) ধারায় ডিএমপির সহযোগিতায় ২টি মামলা হয়, যাতে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।