কর্মশালায় বক্তব্য দেন এসএমপির এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মায়নুল জাকির। ছবি : এসএমপি

সিলেটে উগ্রবাদ প্রতিহতের অংশ হিসেবে নাগরিকদের সচেতনতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় সিলেটের হোটেল সুপ্রিম মিরাবাজারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিলেটে দ্য এশিয়ান ফাউন্ডেশন, বাংলাদেশের সহযোগিতায় এবং ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ফেয়ার্সের (আইডিয়া) আয়োজনে কর্মশালার আয়োজন করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এসএমপির এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মায়নুল জাকির। বিশেষ অতিথি ছিলেন দ্য এশিয়ান ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার হামিদুল হক।

কর্মশালার সঞ্চালনায় ছিলেন আইডিয়ার প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুদীপ্ত চৌধুরী ও প্রতিষ্ঠানটির ট্রেনিং অ্যান্ড প্রোগ্রাম অফিসার রোজীনা চৌধুরী।