প্রকৃত মালিকদের হারানো ফোন ফিরিয়ে দেয় নড়াইল জেলা পুলিশ। ছবি : বাংলাদেশ পুলিশ

হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ভুক্তভোগীদের এসব ফোন হস্তান্তর করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী।

পুলিশ জানায়, মোবাইল ফোন হারানোর ঘটনায় গত জানুয়ারি মাসে বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তের একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় এসব ফোন উদ্ধার করা হয়।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগীরা। এ সময় জেলা পুলিশকে ধন্যবাদ জানান তাঁরা।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ মো. শাহ্ দারা খান এবং ইউনিটের অন্য পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।