হারানো ফোন মালিককে ফিরিয়ে দিচ্ছেন এপিবিএনের এক কর্মকর্তা। ছবি : বাংলাদেশ পুলিশ

হারানো মোবাইল ফোন উদ্ধার করে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

৫ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. মোস্তফা হারুন জানান, ফোন হারানোর ঘটনায় গত ৯ জানুয়ারি কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন কামরুন নাহার (৩৩) নামের এক নারী। এরপর তিনি ফেসবুকে ৫ এপিবিএনের সঙ্গে যোগাযোগ করেন।

তিনি আরও জানান, ৫ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ নুর ইসলামের নেতৃত্বে সাইবার টিম তথ্য ও প্রযুক্তির সহায়তায় ফোনটির অবস্থান শনাক্ত করে। এরপর ঘটনাস্থলে অভিযান চালিয়ে ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া হয়। হারানো ফোন ফিরে পেয়ে এপিবিএনের প্রতি কৃতজ্ঞতা জানান ভুক্তভোগী।