এপিবিএনের হেফাজতে পাঁচ আসামি এবং জব্দ করা অস্ত্র, গুলি ও ম্যাগাজিন। ছবি : বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের উখিয়ায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি জব্দ করা হয়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প ৫-এর ডি/৬ ব্লক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ওবায়দুর রহমান (৪২), মো. আইয়ুব (৫২), মো. তৈয়ব (৫৩), নুর ইসলাম (৪১) ও দীল মোহাম্মদ (৫৫)।

এপিবিএন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।