সয়াবিন তেলের দাম কমালেন আমদানিকারক ও পরিশোধনকারী মিলমালিকেরা। খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ৫ টাকা এবং বোতলে ৬ টাকা কমানো হয়েছে। খবর আজকের পত্রিকার।

আজ রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

রিফাইনার্স সমিতির তথ্য অনুযায়ী, আগে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ছিল ১৮৫ টাকা। বর্তমানে তা ৫ টাকা কমিয়ে ১৮০ টাকা করা হয়েছে। একইভাবে ২০৫ টাকার এক লিটারের বোতল ১৯৯ টাকা এবং ৯৯৭ টাকার ৫ লিটারের বোতল বর্তমানে ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।