সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্পিডগান দিয়ে যানবাহনের গতি পরীক্ষা করছেন মাদারীপুর অঞ্চলের বারবাজার হাইওয়ে থানা–পুলিশের এক সদস্য। ১২ সেপ্টেম্বর ঢাকা-খুলনা মহাসড়কে। ছবি: বাংলাদেশ পুলিশ

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এগুলোর মধ্যে প্রধানতম হলো ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পরিবহন প্রতিরোধ, স্পিডগান দিয়ে গাড়ির গতি পরীক্ষা এবং সচেতনতামূলক পথসভা।

হাইওয়ে পুলিশের ফেসবুক পেজের বিভিন্ন পোস্ট থেকে জানা যায়, ১২ সেপ্টেম্বর (রোববার) সিলেট অঞ্চলের ভৈরব হাইওয়ে থানা–পুলিশ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পণ্যবাহী গাড়িতে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পরিবহন বন্ধে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। এগুলোর মধ্যে কয়েকটি পণ্যবাহী যানে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পরিবহন করায় আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে।

এদিকে মাদারীপুর অঞ্চলের বারবাজার হাইওয়ে থানা-পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে স্পিডগানের মাধ্যমে গাড়ির গতি যাচাই এবং অতিরিক্ত গতিতে চলাচলকারী গাড়িচালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে।

হাইওয়ে পুলিশের ফেসবুক পোস্ট থেকে আরও জানা যায়, বগুড়া অঞ্চলের পাকশী হাইওয়ে থানা-পুলিশ পাবনা–ঢাকা মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে থ্রি-হুইলার চলাচল বন্ধে ১২ সেপ্টেম্বর সিএনজিচালিত অটোরিকশাচালকদের সঙ্গে সচেতনতামূলক পথসভা করেছে।