পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। খবর ডিএমপি নিউজের।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরের এসপি মো. হায়াতুন নবীকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), পুলিশ সদর দপ্তরের এসপি মাহফুজুল আলম রাসেলকে অ্যান্টি টেররিজম ইউনিটে, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি কাজী মো. আবদুর রহীমকে অ্যান্টি টেররিজম ইউনিটে, পুলিশ স্টাফ কলেজের এসপি মো. মনিরুজ্জামানকে অ্যান্টি টেররিজম ইউনিটে, কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি মো. সাইফুজ্জামানকে খুলনা ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, রাজশাহী মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলকে কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, ঠাকুরগাঁও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. নাছির উদ্দিন যুবায়েরকে রাজশাহী মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদকে স্বপদে (পুলিশের বিশেষ শাখায় বদলির আদেশ বাতিল), পুলিশ সদর দপ্তরের এসপি এস এম জাহাঙ্গীর আলম সরকারকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মো. জাকির হোসেনকে রংপুর মহানগরী পুলিশে বদলির আদেশ বাতিল (স্বপদে দায়িত্ব পালন), বরিশাল মহানগরী পুলিশের এসপি খাঁন মুহাম্মদ আবু নাসেরকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ আয়ুবকে খাগড়াছড়ি ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, বরিশাল মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহেরকে সিলেট মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার, র‌্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) এস এম ফজুলল হককে ঠাকুরগাঁও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের এসপি ফারহাত আহমেদের বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সে বদলির আদেশ বাতিল করে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপারে পদায়ন করা হয়।