ডিএমপির লোগো। ছবি: ডিএমপি নিউজ

অফিসার্স ক্লাব নির্বাচন-২০২৪ উপলক্ষে আজ শুক্রবার বিকাল তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ নির্বাচন উপলক্ষে যানজট পরিহারের লক্ষ্যে নগরবাসীকে গুলশান, তেজগাঁও ও আশপাশের এলাকা থেকে অমর একুশে বইমেলায় অথবা শাহবাগ, সেগুনবাগিচা, সচিবালয়ের দিকে আসবেন, তাঁদের অফিসার্স ক্লাব এলাকা এড়িয়ে মগবাজার-মৌচাক-শান্তিনগর-রাজমনি-মৎস্য ভবন রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

নো-পার্কিং এলাকা
১. অফিসার্স ক্লাব ক্রসিং থেকে সুগন্ধা ক্রসিং হয়ে পুলিশ ভবন ক্রসিং পর্যন্ত।

২. অফিসার্স ক্লাব ক্রসিং থেকে মিন্টো রোড ক্রসিং পর্যন্ত।

ড্রপিং পয়েন্ট

অফিসার্স ক্লাব প্রবেশ গেট।

গাড়ি পার্কিং

বেইলি স্কয়ার মাঠ (শুধু সচিব/অবসরপ্রাপ্ত সচিবদের যানবাহন)। অরুণোদয় গেট থেকে কাকরাইল মসজিদ ক্রসিং পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে এক লেনে। মিন্টো রোড রাস্তার উভয় পার্শ্বে এক লেনে। পুরাতন রমনা থানা ক্রসিং থেকে সবজি বাগান এলাকায় এক লেনে। নিউ ইস্কাটন রোড (হলি ফ্যামিলি হাসপাতালের সামনে) রাস্তার উভয় পার্শ্বে এক লেনে।