কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার বর্ণাঢ্য র‍্যালি বের করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। ছবি: বিএমপি

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ প্রতিপাদ্য সামনে রেখে শনিবার কমিউনিটি পুলিশিং ডের সমাবেশ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

সকাল সাড়ে ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

এতে সভাপতিত্ব করেন বিএমপির কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

প্রধান অতিথি বলেন, ‘কমিউনিটি পুলিশিংয়ের দর্শন হলো ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়ের প্রতিরোধ করা, চলমান উন্নয়ন থেকে দেশকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত রুখতে পুলিশ-জনতা এক হয়ে কাজ করা। সময়ের চাহিদায় কমিউনিটি পুলিশিং এখন সাধারণ মানুষের কাঙ্ক্ষিত উপাদান হিসেবে পরিণত হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনমুখী পুলিশিং কার্যকর করার ক্ষেত্রে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভূমিকা প্রশংসনীয়।’

অনুষ্ঠানের সভাপতি বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, ‘কমিউনিটি পুলিশিং বিচ্ছিন্ন কোনো প্ল্যাটফর্ম নয়, দলাদলির কোনো প্ল্যাটফর্ম নয়। এটা হলো সমাজ বিনির্মাণের প্ল্যাটফর্ম, সমাজকে সুস্থ রাখার প্ল্যাটফর্ম, সম্প্রীতির প্ল্যাটফর্ম। এটি মানুষের ভালোবাসার প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণ, সামাজিক সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন অটুট রেখে জনবান্ধব পুলিশিংয়ের যে বীজ আমরা সমাজে রোপণ করেছি, সেখানে আমরা সকল শ্রেণি-পেশার আপামর জনতা একসাথে আছি।’

সমাবেশ শুরুর আগে বিএমপি কমিশনারের নেতৃত্বে বরিশাল প্লানেট পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়।