খুলনায় গ্রেপ্তার ব্যক্তিদের দুজন। ছবি: খুলনা মেট্রোপলিটন পুলিশ

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৮৫টি ইয়াবা বড়িসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, আসামিরা হলেন খুলনা সদর থানাধীন রূপসা স্ট্যান্ড রোডের বাসিন্দা মাসুম গাজীর ছেলে মেহেদী হাসান শাওন গাজী (২৯), একই থানাধীন গগণবাবু রোডের মৃত খন্দকার আকরাম হোসেনের ছেলে মাহামুদুল হাসান রানা(৩২), হরিণটানা থানাধীন উজান সড়কের মৃত আলী আহমেদ শিকদারের ছেলে মো. রফিক শিকদার (৩৭), একই এলাকার মুনসুর আলীর মেয়ে ফাতেমা আক্তার বৃষ্টি (২০), ডুমুরিয়ার রাজাপুরের আবদুস সোবহানের ছেলে মো. মাসুদ রানা (২৭), আড়ংঘাটা থানার দক্ষিণপাড়া গাইকুড় নিবাসী নাজমুল শেখের ছেলে মো. ইজাজ শেখ রাব্বি (২১) এবং সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা মধ্যপাড়ার বাসিন্দা শাজাহান হাওলাদারের ছেলে মো. মাসুদ রানা (২০)।

ওই ব্যক্তিদের মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।