শিক্ষক ফজলু মিয়ার হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের মাত্র দুই টাকার বিনিময়ে পড়ানো শিক্ষক ফজলু মিয়ার পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) নিজ কার্যালয়ে ওই শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করেন পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)। এ সময় তাঁর হাতে খাদ্যসামগ্রী তুলে দেন পুলিশ সুপার।

এর আগে বিশ্ব শিক্ষক দিবসে কয়েকটি গণমাধ্যমে মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা ফজলু মিয়াকে নিয়ে দুই টাকার শিক্ষক শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নজরে এলে ওই শিক্ষকের খোঁজ নেন পুলিশ সুপার।

পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) বলেন, পত্রিকায় খবর পড়ে শিক্ষক ফজলু মিয়ার খোঁজ নিয়েছি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের মাত্র দুই টাকার বিনিময়ে পড়ান তিনি। তাঁর এই উদ্যোগের ফলে এলাকার সবার কাছে তিনি দুই টাকার শিক্ষক হিসেবে পরিচিতি পান। তবে বর্তমানে অভাবের কারণে তিনি মানবেতর জীবনযাপন করছেন। এই খবর পেয়ে আমরা তাঁর পাশে দাঁড়িয়েছি।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ আহমেদ কুটি, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।