গ্রেপ্তারের প্রতীকী

কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে আন্তজেলা চোর চক্রের সক্রিয় ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে সাতটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা, ছয়টি চোরাই অটোরিকশা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গত ১৭ আগস্ট কুমিল্লার চৌদ্দগ্রাম থানার নুরুল ইসলামের একটি সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে ডিবি কুমিল্লার চৌকস দল শুরুতে কোতোয়ালি মডেল থানাধীন খেতাসার থেকে সক্রিয় চোর চক্রের সদস্য হেমায়েত উল্লাহ ওরফে মনিরকে (৩৮) আটক করে।

পরবর্তী সময়ে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জালাল উদ্দিন (৪০), অহিদুর রহমান ওরফে অহিদ (৩২), নাছির উদ্দিন (২৬), মো. সোহেল (৩৫), মো. তৌকির হোসেন (৩২), ইমদাদুল হক ওরফে জাহাঙ্গীর (৫০), মো. রুকুনুজ্জামান (৪২), মান্নান মিয়া (৫২), মো. ফজলু মিয়া (৪০) ও মো. বাবুল সরকারকে (৪৬) গ্রেপ্তার করা হয়।