সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের বৈঠক। ছবি: সংগৃহীত

সারা দেশের মার্কেট, শপিং মল ও কাঁচাবাজার আগামীকাল সোমবার (২০ জুন) থেকেই রাত ৮টার বন্ধ করতে হবে। খবর সমকালের।

রোববার (১৯ জুন) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতারা সরকারের নির্দেশনার সঙ্গে একমত হওয়ার পর এই সিদ্ধান্ত হয়।

সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

সমিতির নেতারা ঈদুল আজহার কারণে ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিতে সরকারের কাছে অনুরোধ জানান।

অনুরোধের কারণে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান জানান, বাড়তি ২ ঘণ্টা দোকান খোলা রাখার বিষয়ে অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর মন্ত্রণালয় অনুরোধ জানাবে।