ছবি : সংগৃহীত

স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর বাংলাদেশ দলের সুপার টুয়েলভে ওঠা নিয়ে বড় ধরনের শঙ্কা ছিল। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের বিপক্ষে ২৬ রানে জয় ও বৃহস্পতিবার (২১ অক্টোবর) পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘বি’ থেকে সবার আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। খবর যুগান্তরের।

বিশ্বকাপ শুরুর আগে আইসিসি বলেছিল, প্রথম রাউন্ডে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হোক বা রানার্সআপই হোক, সুপার টুয়েলভে টাইগাররা ‘গ্রুপ টু’ এ এবং লঙ্কানরা ‘গ্রুপ ওয়ান’ এ খেলবে।

সে হিসেবে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের পাওয়ার কথা ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে। কিন্তু বিশ্বকাপ শুরুর পর ভুল শুধরে নেয় আইসিসি। জানায়, চ্যাম্পিয়ন ও রানার্সআপের ভিত্তিতে নির্ধারিত হবে কোন দল কোন গ্রুপে খেলবে।

সে হিসেবে রানার্সআপ হওয়ায় সুপার টুয়েলভে বাংলাদেশ পাচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে। আর স্কটল্যান্ড পাচ্ছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে।

বাংলাদেশের খেলার সময়সূচি

২৪ তারিখে এ-গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, ভেন্যু শারজাহ। আগামীকালই নির্ধারিত হবে এ গ্রুপ থেকে কে চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে উঠছে।

২৭ অক্টোবর টি-টোয়েন্টির র‌্যাঙ্কিয়ে এক নম্বর দল ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ, ভেন্যু আবুধাবি। ২৯ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা, ভেন্যু শারজাহ। পরের মাসে তথা ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহর দল, ভেন্যু আবুধাবি। আর সুপার টুয়েলভের লড়াইয়ে বাংলাদেশের শেষ চ্যালেঞ্জ সেপ্টেম্বরে মিরপুরে নাস্তানাবুদ হওয়া অস্ট্রেলিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর। ভেন্যু দুবাই।

সব কটি ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।