রানি দ্বিতীয় এলিজাবেথ। এএফপির ফাইল ছবি

রানি দ্বিতীয় এলিজাবেথের ২০ অক্টোবর (বুধবার) রাতটা কেটেছে হাসপাতালে। তবে ব্রিটিশ রাজপ্রাসাদ বলেছে, গুরুতর কোনো অসুস্থতা নয়, স্বাস্থ্য পরীক্ষার জন্যই তিনি সেদিন হাসপাতালে গিয়েছিলেন। পরদিন রানি আবারও উইন্ডসর ক্যাসেলে ফিরেছেন। খবর বিবিসির।

এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস বলেছে, ৯৫ বছর বয়সী রানি হাসপাতালে রাত কাটানোর পর ২১ অক্টোবর (বৃহস্পতিবার) মধ্যাহ্নভোজের সময় উইন্ডসর ক্যাসেলে ফিরেছেন। তিনি ভালো আছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল।

বুধবার রানির নর্দার্ন আয়ারল্যান্ড সফরের কথা ছিল। তবে ওই স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি তা বাতিল করেন। তাঁকে কয়েক দিনের জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ব্রিটিশ রাজপ্রাসাদ বলেছে, রানি গাড়িতে করেই উইন্ডসর ক্যাসেল থেকে ৩২ কিলোমিটার দূরে মেরিলেবোনে কিং এডওয়ার্ড দ্বিতীয় হাসপাতালে যান। রাতটা সেখানে কাটানোর পর রানি ২১ অক্টোবর দুপুর থেকেই কাজ শুরু করেছেন। তবে চিকিৎসকের পরামর্শে তিনি আপাতত বিশ্রামেই থাকছেন বেশির ভাগ সময়।