সাফ উইমেন চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ।

ইতোমধ্যে প্রথম দুই ম্যাচে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে দল দুটি। তবে কাল দশরথ রঙ্গশালায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে পরস্পরের মোকাবিলা করবে প্রতিবেশী দুই দেশের নারীরা। খবর বাসসের।

গোল ব্যবধানে এগিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তাই কাল ড্র করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে ভারত।

অপরদিকে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সে কারণে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে অবশ্যই ভারতকে হারাতে হবে সাবিনা খাতুনদের।

কৌশলগত কারণেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা গুরুত্বপূর্ণ উভয় দলের জন্য। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই সেমিফাইনালে স্বাগতিক নেপালকে এড়ানো সহজ হবে দল দুটির। ফলে কিছুটা সহজেই ফাইনালে ওঠার সুযোগ পাওয়া যাবে।

বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটনের মতে, এটি দলের জন্য কোনো চাপ নয়। কারণ ইতোমধ্যে প্রাথমিক লক্ষ্য পূরণ হয়ে গেছে; দল সেমিফাইনালে চলে গেছে। নিজেদের যে উন্নতি ঘটেছে, মেয়েরা কাল তার পরীক্ষা দেবেন ভারতের বিপক্ষে।