পুলিশের হেফাজতে অটোরিকশা চোর চক্রের গ্রেপ্তার তিন সদস্য ও উদ্ধার করা অটোরিকশা । ছবি: বাংলাদেশ পুলিশ।

সুনামগঞ্জ সদর থানার পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের তিনজন সদস্যকে গ্রেপ্তার করেছে।

সদর থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি ) দিবাগত রাতে ছাতক থানাধীন উত্তর লাকেশ্বর বাজার এলাকায় এই অভিযান চালায়। এ সময় সিএনজিচালিত অটোরিকশা চুরির সাথে জড়িত সুনামগঞ্জ ছাতক থানার লাকেশ্বর গ্রামের আব্দুর রউফ (৪০), একই থানার নৌকাকান্দি গ্রামের মো. লিটন মিয়া (৩৫) এবং সিলেট বিশ্বনাথ থানার দশপাইকা পীরহাটা গ্রামের মো. শহিদ মিয়াকে (৩৭) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে কৌশলে সিএনজিচালিত অটোরিকশা চুরি করে আসছিলেন।

আসামিদেরকে পুলিশ এস্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি সুনামগঞ্জ সদর থানার নয়নপুর গ্রামের মো. শফিক উদ্দিনের সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। এ বিষয়ে মো. শফিক উদ্দিন বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলাটির তদন্তকারী অফিসার এসআই হাবিবুর রহমান চুরি যাওয়া সিএনজিটি উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে ওই অভিযান পরিচালনা করেন।