ডিবি পুলিশের হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের টিম-২২ (দক্ষিণ) অভিযান চালিয়ে ১ হাজার ২৬৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ানের সার্বিক তত্ত্বাবধানে, সহকারী উপ-পুলিশ কমিশনার মো. মোস্তফা কামালের নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে টিম-২২ (দক্ষিণ) এর সদস্যরা ১৬ আগস্ট বিকেল সোয়া ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন গ্রীনভিউ আবাসিক এলাকায় অভিযান চালান।

অভিযানকালে সেখান থেকে ১ হাজার ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাফেজুর রহমান (২৮) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামি জব্দ করা ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকার বিভিন্ন উৎস থেকে কম দামে কিনে কৌশলে চট্টগ্রাম শহরে এনে চট্টগ্রাম শহরের স্থানীয় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করে থাকেন মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

এ ঘটনায় পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।