অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার নবাগত টিআরসিদের ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান। ছবি: পুলিশ নিউজ

ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে ৩১ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) সুনামগঞ্জ জেলায় যোগ দিয়েছেন।

গতকাল শনিবার সকাল ১০টার দিকে জেলা পুলিশ লাইনস মিলনায়তনে নবাগত টিআরসিদের সুনামগঞ্জ জেলায় যোগদান ও পাঁচ দিনব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ উপলক্ষ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার নবাগত টিআরসিদের ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান। এরপর তিনি নবাগত টিআরসিদের পাঁচ দিনব্যাপী ব্যবহারিক কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।

ওই সময় পুলিশ সুপার বলেন, কনস্টেবল, সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট নিয়োগে যুগান্তকারী পরিবর্তন এসেছে। কয়েক বছর ধরে যারা বাংলাদেশে পুলিশে যোগদান করেছে, তারা সব দিক দিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ করে নিয়োগ পেয়েছে। বাংলাদেশ পুলিশ ২০৪১ সালের মধ্যে যে আধুনিক পুলিশ হবে, পুলিশ বাহিনীর পেশাদারত্ব এবং জনগণের পুলিশ গঠনে তারা তাদের অবদান রাখবে।

পুলিশ সুপার ব্যবহারিক কোর্সের গুরুত্ব তুলে ধরে নবাগত টিআরসিদের আন্তরিকতার সঙ্গে কোর্সটি সম্পন্ন করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।

ওই সময় জেলা পুলিশের সব উর্ধ্বতন কর্মকর্তা, সব থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।