সুনামগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ২৬০ বস্তা ভারতীয় সুপারিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। ধর্মপাশা থানা এলাকা থেকে ৬ মার্চ (বুধবার) দুপুরে একটি কাভার্ড ভ্যানসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো. ইয়াসিন (২৪), মো. আশরাফুল ইসলাম (৩০) ও মো. মাহমুদ হাসানা অপু (২৭)।

জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ মার্চ বেলা ৩টার দিকে ধর্মপাশা থানা-পুলিশের একটি দল ধর্মপাশা থানার নওধার গ্রামে বাদশাগঞ্জ থেকে মধ্যনগর থানাগামী সড়কে অভিযান পরিচালনা করে একটি কাভার্ড ভ্যান থেকে ২৬০ বস্তা ভারতীয় সুপারি জব্দ ও তিনজনকে গ্রেপ্তার করে। এসব বস্তায় ১৩ হাজার কেজি সুপারি ছিল। এগুলোর আনুমানিক দাম ৩৯ লাখ টাকা। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।