১ এপিবিএনের অভিযানে উদ্ধার স্কুলশিক্ষার্থী। ছবি: বাংলাদেশ পুলিশ

গাজীপুর থেকে নিখোঁজ এক স্কুলশিক্ষার্থীকে রাজধানী থেকে উদ্ধার করেছে ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১ এপিবিএন)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানার ছোট দিয়াবাড়ি এলাকা থেকে ৬ মার্চ (বুধবার) স্কুলশিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

১ এপিবিএন জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার তেলিপাড়া গ্রামে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে গত ২৬ ফেব্রুয়ারি নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী (১৩)। এ ঘটনায় সেদিনই বাসন থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার।

পরে ভুক্তভোগীর পরিবার ১ এপিবিএন, উত্তরা, ঢাকার অধিনায়ক বরাবর ২ মার্চ জিডির কপিসহ লিখিত আবেদন করে। এরপর ১ এপিবিএনের একটি দল ডিএমপির দারুস সালাম থানার ছোট দিয়াবাড়ি থেকে ৬ মার্চ ওই কিশোরীকে উদ্ধার করে। এ সময় এক কিশোরকে (১৬) আটক করা হয়। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।