ছবি: সংগৃহীত

সুদানে সামরিক শাসনবিরোধী বিক্ষোভে নিরাপত্তাবাহিনী গুলি চালিয়েছে। এতে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।

বৃহস্পতিবার (৩০জুন) সড়কগুলোতে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি ও টেলিযোগাযোগ বন্ধ রাখা সত্ত্বেও আট মাস আগে ক্ষমতা দখল করা সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সমাবেশে যোগ দিতে প্রচুর মানুষ রাস্তায় নেমে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রাজধানী খার্তুমের কেন্দ্রস্থলে সংখ্যা বাড়তে থাকা বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। ওই সময় কাঁদুনে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করা হয়।

যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ছয়জন ওমদুরমানে, একজন খার্তুমে এবং বাহরিতে এক শিশু রয়েছে।