নারী কাবাডি লিগের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় রাজধানীর পল্টনে জাতীয় কাবাডি স্টেডিয়ামে ‘সিটি গ্রুপ নারী কাবাডি লিগ-২০২৩’ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী কাবাডি লিগের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। খবর ডিএমপি নিউজের।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমপি কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (বিপিএম-বার, পিপিএম-বার)।

১১ দল নিয়ে শুরু হওয়া নারী কাবাডি লীগে অংশগ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব, আনসার কাবাডি ক্লাব, মেঘনা কাবাডি ক্লাব, ফরিদপুর জেলা কাবাডি ক্লাব, ঝিনাইদহ জেলা কাবাডি ক্লাব, জামালপুর জেলা কাবাডি ক্লাব, ময়মনসিংহ জেলা কাবাডি ক্লাব, উত্তরবঙ্গ কাবাডি ক্লাব, ইনস্টিটিউট অব কাবাডি যাত্রাবাড়ী, শিকারপুর বরিশাল ও পিনাকল স্পোর্টস সোসাইটি।

উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব ঝিনাইদহ জেলা কাবাডি ক্লাবের বিপক্ষে ৪৩/১০ পয়েন্টে জয় তুলে নেয়। ছবি: বাংলাদেশ পুলিশ

উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব ঝিনাইদহ জেলা কাবাডি ক্লাবের বিপক্ষে ৪৩/১০ পয়েন্টে জয় তুলে নেয়। অপর এক খেলায় মেঘনা কাবাডি ক্লাব পিনাকল স্পোর্টস কাবাডি ক্লাবের বিপক্ষে ৬২/৮ পয়েন্টে জয় তুলে নেয়।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার ও সিটি গ্রুপ নারী কাবাডি লিগের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসাইনের (বিপিএম-সেবা) সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ.এস.এম মঈনুদ্দিন মোনেম ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।