মোসাদ্দেক হোসেন সৈকত। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথম টেস্টের জন্য আগেই ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল। তাঁর সঙ্গে নতুন করে মোসাদ্দেক যুক্ত হলেন।

বাংলাদেশ ক্রিকেট বোডের্র (বিসিবি) দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর বাসসের।

২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ দেশের হয়ে টেস্ট খেলেন মোসাদ্দেক। অফ ফর্মের কারণে এরপর দলে জায়গা হারান তিনি।

২০১৭ সালের মার্চে টেস্ট অভিষেকের পর ৩টি ম্যাচ খেলেছেন মোসাদ্দেক। ১টি হাফ সেঞ্চুরিতে ১৬৪ রান করেন তিনি।

সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্যাট-বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন মোসাদ্দেক। ১৫ ম্যাচে ৬৫৮ রান ও ১৬ উইকেট নিয়েছেন তিনি। ব্যাটে ৭টি হাফ সেঞ্চুরি ছিল তাঁর।
আর প্রথম শ্রেণিতে ৪২ ম্যাচে ৩ হাজার ২৪৭ রান করেন মোসাদ্দেক। ১১টি সেঞ্চুরি ও ১৩টি হাফ সেঞ্চুরি আছে তাঁর।