হাইওয়ে পুলিশের লোগো। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর সামনে রেখে প্রতিদিনই বাড়ি যাচ্ছেন লাখ লাখ মানুষ। ঘরমুখী এসব মানুষের বড় অংশের বাহন বাস।

সে পরিবহনে যাত্রীদের নিরাপত্তা অনেকাংশে নির্ভর করে চালকের দক্ষতা ও সচেতনতার ওপর। চালকের একটু অসতর্কতায় ঘটে যেতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা।

এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চালকদের প্রতি কিছু অনুরোধ করেছে হাইওয়ে পুলিশ।

মহাসড়কে দায়িত্বরত পুলিশের সচেতনতামূলক পোস্টারে চালকদের অনুরোধ করে বলা হয়, ‘ওভার স্পিডে গাড়ি চালাবেন না; ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করবেন না। অতিরিক্ত যাত্রী নিয়ে যাত্রা করবেন না। মহাসড়কে দূরপাল্লার যাত্রায় অনুপযোগী গাড়ি নিয়ে মহাসড়কে নামবেন না।’

এতে আরও বলা হয়, ‘ক্লান্ত, অবসাদগ্রস্ত, ঘুম ঘুম চোখে বা অসুস্থ অবস্থায় গাড়ি চালাবেন না। ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় সকল কাগজপত্র সব সময় সাথে রাখুন। মহাসড়কে চলাচলের ক্ষেত্রে সেফ ড্রাইভিং নিয়মকানুন এবং আইনি বিধিবিধান মেনে চলুন। আপনার যাত্রায় যেকোনো সমস্যায় দায়িত্বরত পুলিশ সদস্যের সাহায্য নিন।’