প্রতারণার কাজে ব্যবহৃত সরঞ্জাম। ছবি: ডিএমপি নিউজ

সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আবদুর রহমানের এপিএস পরিচয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।
গ্রেপ্তার ব্যক্তির নাম আবু হুরায়রা ওরফে খালিদ হাসান। গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে সংরক্ষিত মহিলা আসনের এমপিদের নাম, মোবাইল নম্বর ও বিভিন্ন তথ্যসংবলিত কাগজ ৪৮ পাতা, প্রেসিডিয়াম সদস্যের নামসংবলিত একটি সিল, দুই পাতা ডিও লেটার, তিনটি মোবাইল ফোন ও ১০টি মোবাইল সিম উদ্ধার করা হয়।
গত শুক্রবার বগুড়া জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।