সিএমপির চান্দগাঁও থানার অভিযানে তিন ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয় হারিয়ে যাওয়া মালপত্র। ছবি: সিএমপি

‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপ ব্যবহার করে হারিয়ে যাওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যে মালপত্র উদ্ধার করেছে চান্দগাঁও থানা-পুলিশ।
কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টের সিও-১২ কর্নেল মাহবুব মোর্শেদের স্ত্রী রুমানা রাশেদ রিমি, তাঁর মেয়ে ও চাচা পতেঙ্গা থানাধীন ঈশা খাঁ নেভি একাডেমি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে কক্সবাজার যাওয়ার উদ্দেশে রওনা হন। তাঁরা রোববার বেলা একটার দিকে চান্দগাঁও থানা মোড়ে স্বাধীন ট্রাভেলস বাস কাউন্টারে আসেন। রুমানা রাশেদ রিমি ভুলবশত তাঁর সঙ্গে থাকা দুটি ব্যাগ সিএনজিতে রেখে নেমে যান এবং সিএনজিচালিত অটোরিকশার ড্রাইভার ভাড়া নিয়ে চলে যান। পরবর্তী সময়ে তিনি তাঁর ব্যাগ দুটি খোঁজাখুঁজি করে না পেয়ে চান্দগাঁও থানায় এসে বিষয়টি জানান।

তাৎক্ষণিক চান্দগাঁও থানার এসআই (নিরস্ত্র) আলী বিন কাসিম ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সিএনজিচালিত অটোরিকশাটি শনাক্ত করেন। একই সঙ্গে সিএমপির ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপের সহায়তায় অটোরিকশার মালিক ও ড্রাইভারের নাম সংগ্রহ করে হারিয়ে যাওয়া ব্যাগ দুটি উদ্ধার করে তাঁর কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।