এএসআই মো. নুর আহম্মেদের পরিবারের হাতে ৭ লাখ টাকার এফডিআরের চেক তুলে দেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর আহম্মেদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা পিপিএম।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) নুর আহম্মদের পরিবারের হাতে ৭ লাখ টাকার এফডিআরের চেক তুলে দেন পুলিশ সুপার।

পুলিশ সুপার জানান, নিহত পুলিশ সদস্যের সন্তানদের পড়াশোনা যেন বিঘ্নিত না হয় এবং তাঁর পরিবার যেন আর্থিক প্রতিকূলতার শিকার না হয়, সে জন্য এই টাকা দেওয়া হয়েছে। কর্তব্যরত অবস্থায় মারা যাওয়ায় নুর আহম্মেদের পরিবার যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তা বিঘ্নিত হবে না।

১৩ জানুয়ারি কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত হন এএসআই মো. নুর আহম্মেদ। তিনি স্ত্রী, দুই সন্তান ও অনেক স্বজন রেখে গেছেন। তিনি ২০০৪ সালের ১৭ জুন বাংলাদেশ পুলিশে যোগ দেন। সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ১৯ বছর ৬ মাস ২৬ দিন চাকরি সম্পন্ন করেছেন এই পুলিশ সদস্য।