‘অভিশপ্ত আগস্ট’ নাটকের একটি দৃশ্য। ছবি: ডিএমপি নিউজ

আগামী শুক্রবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় নাট্যশালা (মূল মিলনায়তন) ঢাকায় ‘অভিশপ্ত আগস্ট’ নাটকের ১৩৯তম মঞ্চায়ন হবে।

বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নৃশংস হত্যাকাণ্ডের ওপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ সাড়াজাগানো নাটক ‘অভিশপ্ত আগস্ট’।

নাটকটির তথ্য সংকলন ও গবেষণায় ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এবং রচনা ও নির্দেশনায় ছিলেন পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমান।

‘অভিশপ্ত আগস্ট’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাবের পুলিশ সদস্যরা।

নাটকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের বিভিন্ন ঘটনার ওপর স্মৃতিচারণা করে দৃশ্যায়ন করা হয়েছে। বিভিন্ন ঘটনা উপস্থাপনের মধ্য দিয়ে ১৫ আগস্টে নৃশংস হত্যাকাণ্ডের দৃশ্য মঞ্চায়িত হবে।

বাংলাদেশ পুলিশই সর্বপ্রথম ১৫ আগস্টের এই নির্মম ঘটনা নিয়ে নাটক তৈরি করে। নাটকটি বাংলাদেশের জনসাধারণের মাঝে বেশ সাড়া ফেলে, যার ফলে নাটকটি বাংলাদেশে সবচেয়ে বেশি মঞ্চায়িত হয়। বাংলাদেশ বা পৃথিবীর ইতিহাসে কোনো নাটক এতবার মঞ্চায়িত হয়নি।