আরএমপি পুলিশ লাইনস মাঠে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। ছবি : বাংলাদেশ পুলিশ

খেলোয়াড়দের মধ্যে উন্নত মানের ক্রীড়াসামগ্রী বিতরণ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে আরএমপি পুলিশ লাইনস মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করেন তিনি।

আরএমপি কমিশনার বলেন, সুস্বাস্থ্যের জন্য খেলাধুলার সঙ্গে যুক্ত থাকা জরুরি। খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। তাই এই উন্নত মানের ক্রীড়াসামগ্রী বিতরণ করা হলো। পর্যায়ক্রমে আমরা আরও ক্রীড়াসামগ্রী বিতরণ করব। বাংলাদেশ পুলিশের খেলাধুলার একটা সোনালি অতীত রয়েছে, তা ফিরিয়ে আনতে হবে।

ক্রীড়াসামগ্রী বিতরণ শেষে আউটসোর্সিংয়ের মাধ্যমে আরএমপিতে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. রশীদুল হাসান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।