মতিয়া চৌধুরী

একাদশ জাতীয় সংসদের উপনেতা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাঁকে উপনেতা মনোনীত করা হয়।

এতে সংসদ উপনেতা হিসেবে মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সমর্থন করেন সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন।

পাঁচবারের সংসদ সদস্য মতিয়া চৌধুরী আওয়ামী লীগের সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনবার। দীর্ঘদিন ধরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আছেন তিনি। মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মতিয়া চৌধুরী। রাজপথের লড়াই-সংগ্রামের কারণে তিনি ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিতি পান।

এর আগে, ২০০৯ সাল থেকে সংসদ উপনেতা ছিলেন সাজেদা চৌধুরী। গত বছর ১২ সেপ্টেম্বর তাঁর মৃত্যুর পর থেকে সংসদ উপনেতার পদটি ফাঁকা ছিল। সূত্র: ইন্ডিপেনডেন্ট অনলাইন।