মানিকগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জেলা পুলিশের বর্ণাঢ্য র‍্যালি। ছবি: বাংলাদেশ পুলিশ।

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র প্রতিপাদ্যে মানিকগঞ্জ জেলা পুলিশ আজ শনিবার কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন করেছে।

সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশের আয়োজনে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানে সুসজ্জিত একটি বর্ণাঢ্য র‌্যালি মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে
বের হয়ে মানিকগঞ্জ জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে মানিকগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন সদস্য, র‌্যার-৪ এর বিভিন্ন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য, আনসার সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

র‌্যালি শেষে মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন র‌্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. আরিফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী প্রমুখ।

মানিকগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।ছবি: বাংলাদেশ পুলিশ।

আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিংয়ের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন পুলিশ সুপার।

এ সময় মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, অপু মোহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মুহাম্মদ কামরুল হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।