সিএমপির মাস্টার প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যরা। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মাসব্যাপী শারীরিক কসরত শেষে ড্রিলিং, মার্চিং, নানাবিধ রেজিমেন্টাল ফরমেশন, ইনস্ট্রুমেন্টাল মিউজিশিয়ান, ব্রাস, পারকিউশন ইনস্ট্রুমেন্ট, কসটিউম, কালার গার্ড, ক্লোজ গার্ডের সমন্বয়ে রোববার দামপাড়ায় সিএমপির পুলিশ লাইনস মাঠে এ প্যারেড হয়।

প্যারেডে প্রধান অতিথি হিসেবে সালামি গ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ। এতে নেতৃত্ব দেন সিএমপির সহকারী কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন।

প্রধান অতিথি সম্পূর্ণ প্যারেড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বক্তব্যে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের যথাযথ সুশৃঙ্খলভাবে প্যারেডে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি সরকারি দায়িত্ব পালনে সবাইকে যথাযথ ভূমিকা পালনের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনা দেন।