শেরপুরের পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনে সরস্বতী পূজার আয়োজন করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ ।

উৎসবমুখর পরিবেশে শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) প্লেস এর সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এই পূজা অনুষ্ঠিত হয়।

পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো.কামরুজ্জামান ও শেরপুর পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ। ছবি: বাংলাদেশ পুলিশ।

সরস্বতী পূজা অনুষ্ঠানে উপস্থিত থেকে সনাতন ধর্মালম্বী সকল শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন শেরপুরের পুলিশ সুপার ও প্লেস এর সভাপতি মো. কামরুজ্জামান এবং শেরপুর পুনাকের সভানেত্রী ও প্লেস এর উপদেষ্টা সানজিদা হক মৌ।