আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ সর্বাধুনিক সব প্রযুক্তির সুবিধা নিশ্চিত করে দেশকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ করা হবে বলে জানালেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২৩ এর উদ্বোধন করে আজ এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের পর এখন লক্ষ্য হলো স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, স্মার্ট জাতি গঠন করা। আর সর্বত্র ডিজিটাল সংযোগই হবে স্মার্ট বাংলাদেশের মূল হাতিয়ার।

এখন তরুণ প্রজন্ম স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে। শিল্পাঞ্চলে ৫ জি সেবা নিশ্চিত করা হবে বলে জানান মাননীয় প্রধানমন্ত্রী।

ভিডিও বার্তায় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধু-১ এর পর বহুমুখী কার্যকরী বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া তৃতীয় সাবমেরিন ক্যাবল ২০২৪ সালের মধ্যে স্থাপন হবে। তখন দেশে ব্যান্ডউইডথ ক্যাপাসিটি ১৩ হাজার ২০০ জিবিপিএস এ উন্নীত হবে। সূত্র: ইন্ডিপেনডেন্ট অনলাইন।