ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জে বেদে সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সুনামগঞ্জ সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বেদে সম্প্রদায়ের প্রতিনিধিদল নিজেদের বিভিন্ন সামাজিক সমস্যা ও দাবি অতিরিক্ত আইজিপির কাছে তুলে ধরেন।

বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বেদে সম্প্রদায়ের প্রতিনিধিদের অবহিত করেন অতিরিক্ত আইজিপি। একই সঙ্গে তাঁদের দাবির বিষয়ে সরকারের বিভিন্ন মহলে জানানো হবে বলে আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভা শেষে সুনামগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে পুলিশ পরিদর্শক মো. রমিজ আলীর নেতৃত্বে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল অতিরিক্ত আইজিপিকে গার্ড অব অনার দেয়।

বেদে সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

এ সময় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এর আগে গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর থানাধীন পিঁপড়াকান্দি ঘাটে আসেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। এরপর তিনি সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেন।