শচীন টেন্ডুলকার ও খুদে স্পিনার সাদিদ। ছবি: সংগৃহীত

স্পিন দিয়ে ভেলকি দেখাচ্ছে সাদিদ। তার ডান হাতের লেগ স্পিন-গুগলির ভেল্কিতে স্ট্রাইকে থাকা ব্যাটার ব্যাটে-বলে সংযোগই করতে পারছে না। বল মিস হচ্ছে, নয়তো ব্যাটার বোল্ড হচ্ছে।

এভাবে গ্রামের বেশ কয়েকজন ব্যাটারকে পরাস্ত করে সাদিদ। রাস্তায় পাঁচটি এবং বরিশালের উলালঘুণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তিনটি ডেলিভারি করে এ বিস্ময় বালক।
বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে জানানো হয়, সাদিদের স্পিনজাদুর ৪০ সেকেন্ডের একটি ভিভিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তা দেখে মুগ্ধ ভারতের জীবিত ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

সাদিদের ডেলিভারিগুলো তাঁর এতটাই ভালো লেগেছে যে, নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এ বিস্ময় বালকের বোলিংয়ের ভিডিও ক্লিপ শেয়ার করেছেন শচীন।
ভিডিওর ক্যাপশনে শচীন লিখেন, ‘একজন বন্ধুর কাছ থেকে ভিডিওটা পেয়েছি। এটা অসাধারণ। ক্রিকেটের জন্য এই বালকের ভালোবাসা ও আবেগ স্পষ্ট। #ক্রিকেট আমাদের এক করে।’