স্যার ডেভিড অ্যামেস। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড অ্যামেসকে (৬৯) ছুরি মেরে হত্যা করা হয়েছে। দেশটির পুলিশ ঘটনাটিকে একটি সন্ত্রাসী ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, এ ঘটনা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে বলেও মনে করছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) নিজ নির্বাচনী এলাকা অ্যাসেক্সের একটি গির্জায় বাসিন্দাদের সঙ্গে বৈঠকের সময় হঠাৎ ছুরিকাঘাত করা হয় অ্যামেসকে।

ইতিমধ্যে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে তারা একটি ছুরিও জব্দ করেছে। এ ঘটনার সঙ্গে তারা আর কাউকে খুঁজছে না। এ ঘটনা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। তদন্তের অংশ হিসেবে লন্ডনের দুটি স্থানে তল্লাশি চালানো হয়েছে।

পুলিশের ধারণা, হামলায় গ্রেপ্তার যুবক একাই ছিলেন। এরপরও আর কারও সম্পৃক্ততা আছে কি না, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বর্তমানে অ্যাসেক্স পুলিশ হেফাজতে রয়েছেন।

ডেভিড অ্যামেস কনজারভেটিভ পার্টির হয়ে গত চার দশক ধরে এমপির দায়িত্ব পালন করছিলেন।

যুক্তরাজ্যে গত পাঁচ বছরে ডেভিড অ্যামেসসহ দুজন এমপি হামলায় নিহত হলেন। এর আগে ২০১৬ সালে লেবার পার্টির এমপি জো কক্সকে হত্যা করা হয়।