জব্দ করা চাকু। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর শাহবাগ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

বুধবার (৫ জুলাই) রাতে শাহবাগ থানাধীন গোলাপ শাহর মাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি চাকু জব্দ করা হয়।

আসামিরা হলেন সজিব মোল্লা, অন্তর দাস ওরফে শান্ত, মো. নাসির উদ্দিন, মো. আলাউদ্দিন ঢালী, মো. বাবু ও মো. পারভেজ মিয়া।

অভিযানের নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, পুরান ঢাকার বাবু বাজার, নয়াবাজার, কোতোয়ালি, সূত্রাপুর ও গুলিস্তান এলাকায় ডাকাতি করতেন।

তাঁদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।