পটুয়াখালীর দুমকী থানার অভিযানে গ্রেপ্তার একজন। ছবি: পুলিশ নিউজ

চেতনানাশক প্রয়োগ করে চুরির ঘটনায় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পটুয়াখালীর দুমকী থানার পুলিশ।

পুলিশ জানায়, গত ৯ জুন রাত ১টার দিকে দুমকীর উত্তর মুরাদিয়ার জসিম উদ্দিন বিদ্যুৎ না থাকার কারণে ঘরের সামনে বসে থাকা অবস্থায় হঠাৎ নাকে দুর্গন্ধ পান। তিনি তাৎক্ষণিকভাবে বাসার ভেতরে বিছানায় গিয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাঁর স্ত্রী শামসুন্নাহারের কান থেকে অজ্ঞাতনামা চোরের দল কানের দুল খুলে নেওয়ার সময় তিনি (শামসুন্নাহার) চিৎকার করলে আশপাশ থেকে লোকজন এসে ঘরের আলমারি খোলা দেখতে পান।

পুলিশ আরও জানায়, ওই আলমারিতে তিন ভরি স্বর্ণালংকার ছিল, যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা। এ ছাড়া নগদ ৪৫ হাজার টাকাও চোরেরা নিয়ে যায়।

এ ঘটনায় গত ৪ জুলাই দুমকী থানায় মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাশেদুল মৃধা (৩২), মাহাতাব হোসেন মৃধা (৩৯) ও
রতন কর্মকারকে (৩৪) গ্রেপ্তার করা হয়।