শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে ‘বিশ্ব শান্তি সম্মেলন’ প্যানেল আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। খবর কালের কণ্ঠের।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের একার পক্ষে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এ জন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

ঢাকায় আজ শনিবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন। এ সম্মেলনে বঙ্গবন্ধুর শান্তি দর্শনের আলোকে শান্তির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর আলোচনা হবে। আর এর মধ্য দিয়ে বিশ্বের সামনে শান্তির মডেল তুলে ধরবে বাংলাদেশ।

বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এর উদ্বোধন করবেন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জানা গেছে, সম্মেলনে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, নোবেলজয়ী কৈলাস সত্যার্থী, ইউনেসকোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা ও ব্রিটেনের সাবেক ফার্স্ট লেডি শেরি ব্লেয়ার ভার্চুয়ালি অংশ নেবেন। এ ছাড়াও সম্মেলনে ৫০টি দেশের ১০০ জন প্রতিনিধি অংশ নেবেন।