সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। জুয়া পরিচালনা ও খেলার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান এবং পুলিশ পরিদর্শক অলক কুমার দত্তের নেতৃত্বে সঙ্গীয় এসআই আক্তারুজ্জামান পাঠান, এএসআই গিয়াস উদ্দিন, কনস্টেবল কামাল উদ্দিন, বাসুদেব মল্লিক ও আশিকুর রহমানের সমন্বয়ে গঠিত মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট পুরান মাছ বাজারে উত্তর পাশে আব্দুর রহমানের মৎস্য দোকানের সামনে অভিযান চালায়। অভিযানে জুয়াড়ি মো. মাছুম (৩০), মো. মাহবুব (২৮), আল আমিন (৪২) ও মো. মোবারক হোসেনকে (১৮) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার করে তা জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এই আসামিরা অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে টাকাপয়সার বিনিময়ে ‘তীর শিলং জুয়ার বোর্ড’ পরিচালনা করছিল। এই জুয়ায় আসক্ত হয়ে সাধারণ মানুষ সর্বস্বান্ত হচ্ছে।

আসামিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।