ঈদুল আজহার রাতে দরিদ্রদের মাঝে ফরিদপুর জেলা পুলিশের খাবার বিতরণ। ছবি: সংগৃহীত

ঈদুল আজহার দিবাগত রাত ১২টায় সবাই যখন ঘুমে, ঠিক তখনই ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় ৩০০ দিনমজুর মানুষের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেছে জেলা পুলিশ।

এসব খেটে খাওয়া দিনমজুরকে গোয়ালচামট এলাকার রাস্তার পাশে যার যার খাবারের প্লেট নিয়ে সারিবদ্ধ লাইনে দাঁড় করিয়ে খাবার পরিবেশন করা হয়। এতে সুশৃঙ্খলভাবে তারা এসব উন্নত খাবার গ্রহণ করেন।

ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদুল আজহার আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্যই জেলা পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ জলিল প্রমুখ। সূত্র: ঢাকা পোস্ট