১১ এপিবিএনের অভিযানে গ্রেপ্তার লিবিয়ায় মানব পাচারকারী চক্রের দুই সদস্য। ছবি: পুলিশ নিউজ

লিবিয়ায় মানব পাচার ও প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে ১১ এপিবিএন (নারী)।

ভুক্তভোগী খলিল মিয়ার (৩০) মামলার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে গাজীপুরের শ্রীপুরে ১১ এপিবিএনের একটি টিম অভিযান চালিয়ে মো. মাহাদুল্লাহ (৪০) ও অলি উল্লাহকে (৩৫) গ্রেপ্তার করে। দুজন সম্পর্কে ভাই, তাঁদের বাড়ি গাজীপুরের শ্রীপুরের কাঠালী গ্রামে।

খলিল মিয়ার অভিযোগ, সাড়ে তিন লাখ টাকা নিয়ে লিবিয়ায় ভালো বেতনে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাঠানো হয়। পরবর্তী সময়ে কথা অনুযায়ী কাজ না দিয়ে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

খলিল আরও বলেন, অনেক কষ্টের পর কোনোভাবে দেশে ফিরে মাহাদুল্লাহর (৪০) কাছে টাকা ফেরত চাইলে তিনি খুন-জখমের হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে তিনি (খলিল) শ্রীপুর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন অনুযায়ী মামলা করেন।

১১ এপিবিএন জানায়, গ্রেপ্তারের পর আসামিদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।