পুলিশি হেফাজতে দুই আসামি এবং উদ্ধার করা স্বর্ণালংকার। ছবি : বাংলাদেশ পুলিশ

মামলা করার ১২ ঘন্টার মধ্যে লুণ্ঠিত দুই ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে কুমিল্লার কোতোয়ালি থানা-পুলিশ।

বুধবার (১০ মে রাতে) কোতোয়ালি থানা এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামি কামরুল হাসান মজুর (২৬) বিরুদ্ধে আটটি এবং মো. জহিরুল ইসলাম জনির (৩৫) বিরুদ্ধে তিনটি মামলা আদালতে বিচারাধীন।

পুলিশ জানায়, ৬ মে ভুক্তভোগী বকুল বেগম (৪০) স্বামীর সঙ্গে মনোহরগঞ্জ থানা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে কুমিল্লার উদ্দেশে রওনা দেন। কোতোয়ালি থানাধীন দক্ষিণচর্থা এলাকায় পৌঁছামাত্রই জ্যামে পড়ে অটোরিকশাটি। এ সময় দুই ছিনতাইকারী তাঁর গলায় ছুরি ধরে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী।

তদন্তের একপর্যায়ে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।